আমাদের সম্পর্কে

লিংকার্স ট্রাভেলস (প্রা:) লি:

আমাদের সম্পর্কে

বিসমিল্লাহির রহমানির রহীম

সম্মানিত আল্লাহর মেহমানগণ,

আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

“লিংকার্স ট্রাভেলস (প্রা:) লি:” এর পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি।

হজ্জ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। এটি একটি আর্থিক ইবাদত। জীবনে সামর্থ্যবানদের জন্যএকবার হজ্জ ফরজ। মহান আল্লাহ তায়ালা বলেন, “তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জ এবং ওমরা কর।” (সূরা বাকারা, আয়াত—১৯৬)

পবিত্র হজ্জব্রত পালনে পূণ্য ভূমি মক্কা শরীফ ও প্রিয় নবীজির সান্নিধ্য লাভে মদীনা শরীফের জেয়ারত বিশ্বাসী নর—নারীর পরম সৌভাগ্য ও চরম পাওয়া। আপনারা “দুয়ুফুর রহমান” তথা দয়াময় আল্লাহ তায়ালার মেহমান। মেহমানদের সেবা করাই আমাদের মর্যাদা। “লিংকার্স ট্রাভেলস (প্রা:) লি:
” সার্বক্ষণিক আপনাদের সাথে থেকে নিখুঁত ভাবে হজ্জ সম্পাদন করানোর ক্ষেত্রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

জবাবদিহিতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা— সর্বোপরি আপনাদের জন্য বিদেশের বাড়ীতে আপনজন হিসেবে কাছে থেকে সাধ্য অনুযায়ী সেবা করা এ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য। পারস্পরিক সহযোগীতা, দ্বীনী পরিবেশ ও ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আপনার পবিত্র হজ্জের সফর সহজ ও আরামদায়ক হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

ধন্যবাদান্তে

লিংকার্স ট্রাভেলস (প্রা:) লি:

টিম ম্যানেজমেন্ট

Nicolas Elliott

Nicolas Elliott

Veterna Leader
Andre William

Andre William

Animal Trainer
Keyan Spencer

Keyan Spencer

Animal Health Expert

কোম্পানির সার্টিফিকেট

ট্রাভেল ও হজ্জ এজেন্ট লাইসেন্স নং-০৮৪

যোগাযোগ

© 2024 linkerstravelsltd  All Right Reserved.  | Developed by Rumon